​বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালী সম্পন্ন

আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৯:০৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৯:০৫:০৭ অপরাহ্ন


মোঃ রেজাউল হাসান বিশেষ প্রতিনিধি : আগামী নির্বাচনের আগেই শ্রমিকদের দাবি সমূহ মেনে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করুন : অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল 


আগামী নির্বাচনের আগেই শ্রমিকদের দাবি সমূহ মেনে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি আজ বৃহস্পতিবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর র‍্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 


তিনি আরো বলেন, ইতিপূর্বেও শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন হয়েছে এবং এখনো চলছে কিন্তু শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে শুধুমাত্র আল্লাহর দেয়া আইন প্রতিষ্ঠার মাধ্যমে, আল্লাহর দেওয়া ফর্মুলার বাহিরে গিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়।শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে অনেকেই নেতা হয়েছে এমপি মন্ত্রী হয়েছে তারাও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে কোন ভূমিকা রাখেনি। সুতরাং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ১৪০০ বছর পূর্বের দেয়া রাসুলের শ্রম নীতি প্রতিষ্ঠায় উদ্যোগী হতে হবে, তা না হলে আন্দোলন হবে সংগ্রাম হবে আদতে শ্রমিকরা কিছু পাবে না। 


আজকের এই র‍্যালী থেকে আমরা সরকার ও কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাই শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। তাদের রুটি রুজির নিশ্চয়তা দিতে হবে, কর্মপরিবেশ মানসম্মত করতে হবে যাতে তারা স্বাস্থ্য ঝুঁকিতে না পরে, শ্রম ঘন্টা নিশ্চিত করে তাদেরকে কাজ দিতে হবে। অতিরিক্ত সময় কাজ করলে অতিরিক্ত মজুরি দিতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে। অপ্রাতিষ্ঠানিক লেবেলে যে সমস্ত শ্রমিকরা কাজ করে বিশেষ করে বাসা বাড়িতে তাদের মালিকদের প্রতি আহ্বান জানাই তারা যেন মানবিকভাবে তাদের অধীনস্থ শ্রমিকদের ব্যাপারে আন্তরিক ভূমিকা পালন করে। 


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণের মহানগর সেক্রেটারি শ্রমিক নেতা জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মতিউর রহমান, অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, শ্রমিক নেতা সানাউল্লাহ সাজিদ, মাহমুদ হোসেন কামাল, শফিকুল আলম সালাম, জাকির হোসাইন, আনিসুল ইসলাম তাজুল, নুরুল ইসলাম নওশাদ, সেলিম হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]