গৌরনদী - আগৈলঝাড়া আসনে দলিয় মনোনয়নে বিএনপি নেতা সোবহানের বিকল্প নেই এলাকাবাসী

আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৩:৫৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৩:৫৭:৫৪ অপরাহ্ন



কে এম সোহেব জুয়েল ঃ দেশের উন্নয়ন সহ সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের পালাবদল মানেই বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল -১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত আপোষহীন নেতা ধানের শীর্ষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের বিকল্প নেই ভাবছেন গৌরনদী -আগৈলঝাড়া এলাকার লক্ষাধিক মানুষ। 


তারা বলেন, দুর্দিনের ধানের শিশের কান্ডারি হিসাবে নিরালোশ ভাবে মাঠে কাজ করে গেছেন এই নেতা। তিনি তার স্বার্থের কথা না ভেবে দলকে ভাল বেশে দল ও এ দেশের মানুষের কথা ভেবে তাদের পাশে থেকে  নিরালোশ কাজ করে গেছেন এই নেতা।  


কেউ আবার দেশের দুর্দিনের চরম অবস্থায় নিজকে ভাল রাখার, জন্য নিজের কালো টাকাকে ধরে রাখার জন্য বা নিজের পিট বাঁচাতে দল ও দেশের মানুষের সাথে বেইমানি ও বিশ্বাস ঘাতকতা করে নিজের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য ভিন্ন পদ অবলম্বন করে ছিলেন। তারা আবার মনোনয়ন পেতে দলের উচ্চ পর্যায়ের নেতাদের দারে ঘুরঘুর করছেন। ওই সকল জাতীয় বেইমান দের প্রত্যাখান করে দুর্দিনের কান্ডারী দের মনোনয়ন দিতে দলের প্রতি সু- সৃস্টি কামনা করছেন এলাকার সাধারণ মানুষ। 


দুর্দিনে কান্ডারী দলের কেন্দ্রীয় ধানের শিশ প্রতিকের বরিশাল - ১ আসনের নেতা আবদুস সোবহান দেশের চরম ক্লান্তি লগ্নেও দল ও দেশের মানুষের কথা ভেবে নিজের স্বার্থকে বিসার্জন দিয়ে দেশের মানুষের কথা ভেবে নিরালোশ ভাবে কাজ করে গেছেন আমাদের  নেতা মোঃ আবদুস সোবহান তাই তাদের বিশ্বাস  আগামি দিনেও এর চেয়েও বেশি দল ও এদেশের মাটি মানুষকে ভাল বেশে কাজ করে যাবেন গৌরনদী - আগৈলঝাড়া এলাকার লক্ষাধিক মানুষ। 


তার (সোবহান) সৌহার্দ্য পু:র্ন আচরণ বাচন ভঙ্গি, দয়াশিলতা, বিচক্ষণতা, দানশীলতাকে দেখে  তাকে মহা মানব বলে আক্ষায়িত করে বলেন, আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের বিকল্প গৌরনদী - আগৈলঝাড়ায় অন্য কিছু চিন্তা করা যাবেনা, তারা বেশি কিছু ভাবতে চাননা, তারা উন্নয়ন মানেই ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে ভাবছেন। 


তাই বিএনপির হাই কমান্ড  সব দিক বিবেচনা করে তাকে (সোবহানকে) বরিশাল-১ আসন থেকে  মনোনয়ন দিলে সাধারণ মানুষের কষ্ট দুর্দশা লাঘব ও রাস্তা ঘাটের উন্নয়ন  সহ সকল প্রকার সুযোগ সুবিধা সহ দলের ভাবমূর্তি রক্ষা হবে বলে  এমনি বিশ্বাস করেন গৌরনদী - আগৈলঝাড়ার মানুষ।


ওই এলাকার মানুষের দলিয় হাই কমান্ডারের প্রতি একটাই দাবি তাদের আপোষ হীন দুঃর্দিনের কান্ডারী সৎ সাহসী নির্ভীক নেতা আবদুস সোবহানকে বরিশাল,- ১
গৌরনদী - আগৈলঝাড়া  আসনে মনোনয়ন দিয়ে গৌরনদী - আগৈলঝাড়া মানুষের ভাগ্যের উন্নয়ন সহ দলকে সমৃদ্ধশালী  করে শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করবেন বলে বিশ্বাস করেন তারা। 


 তাদের নেতা আবদুস সোবহানের মনোনয়নের  বিকল্প অন্য কিছুই চিন্তা করছেননা তারা।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]