গৌরীপুরে ইউপি চেয়ারম্যান অপসারণের দাবিতে ঝাড়ু–মিছিল

আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৮:২৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৮:২৪:২৬ অপরাহ্ন


 
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮ নং ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুমের স্থায়ী অপসারণের দাবিতে ঝাড়– মিছিল ও মানববন্ধন পালিত হয়েছে।


বুধবার দুপুরে ‘ ৮ নং ডৌহাখলা ইউনিয়নের সচেতন নাগরিক’ এর ব্যানারে ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।


কর্মসূচিতে অংশ নেন ইউসুফ আলী মিন্টু, আল-আমিন হোসাইন নাহিদ, মাজহারুল ইসলাম চৌধুরী, নাছিমা আক্তার, উসমান গনি তান্না প্রমুখ।


মানববন্ধনে বক্তরা বলেন, ‘উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহŸায়ক সোহাগ চৌধুরী হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম। তার বিরুদ্ধে পরিষদের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা তার স্থায়ী অপসারণ চাই’।


এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সোহাগ চৌধুরী হত্যাকাÐের সময় আমি এলাকায় ছিলাম না। পরিকল্পিত ভাবে আমাকে মামলার আসামি করা হয়েছে। আমি কারাগারে গেলে পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়। আমি স্থায়ী জামিন পেয়ে পরিষদের দায়িত্ব পেতে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছি। সরকার দায়িত্ব ভার দিলে আমি গ্রহণ করবো,।


উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, ‘ডৌহাখলা ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় কারাগারে যাওয়ার পর ডিসি স্যারের পরামর্শে  চেয়ারম্যানকে অপসারণ করে ওই ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে। চেয়ারম্যান জামিন পাওয়ার পর পরিষদের দায়িত্ব পেতে আবেদন করছেন। আমরা বিষয়টি ডিসি স্যার কে জানিয়েছি। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন। 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]