কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে পেরেগ মেরে যুবক হত্যা

আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৮:০২:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৮:০২:৩৮ অপরাহ্ন



 
 
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. ইসমাইল পালোয়ান (৪৬) নামে এক যুবককে হাতুড়ি পিটা ও পেরেগ মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নবীল হোসেন নামে একজনকে আটক করেছে।
 

ঘটনাটি ঘটে বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের মৃত আলাউদ্দিন পালোয়ানের ছেলে। আটক নবীল হোসেন একই এলাকার রওশন আলীর ছেলে।
 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই ইসমাইলের পরিবারের সঙ্গে অভিযুক্ত প্রতিপক্ষের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি একাধিকবার গ্রাম্য সালিশে নিষ্পত্তির চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। পরে এটি আদালত পর্যন্ত গড়ায়। বিরোধ আদালতে চলমান অবস্থায় বেলা ১১টার দিকে ইসমাইল ও তার তিন ভাই মিলে নিজ জমিতে ধান কাটতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ।
 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত গোলজার হোসেন, তোফাজ্জল হোসেন, নবীল হোসেন ও সুফল হোসেন একত্রিত হয়ে হাতুড়ি, পেরেগ ও দেশীয় অস্ত্র নিয়ে ইসমাইলদের ওপর হামলা চালায়। হামলার সময় ইসমাইল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার কিছু পরে রক্তাক্ত অবস্থায় ইসমাইলকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 

ওসি আলাউদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তা।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]