শেরপুরের নকলা খাদ্যগুদামে ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ১১:৩৭:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ১১:৩৭:৪০ অপরাহ্ন


 
 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা খাদ্যগুদামে চলতি বোরো মওসুমে ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। 
 

২৯ এপ্রিল মঙলবার দুপুরে স্থানীয় খাদ্যগুদামে ওই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন্য মিত্র। 
 

ওই সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির ও সদস্যসচিব নজিবুর রহমান নয়ন, স্থানীয় মিল মালিক সমিতির সভাপতি জয়েন উদ্দিন ও সহসভাপতি হাবুল মিয়াসহ খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 
 

খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন জানান, চলতি বেরো মওসুমে সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ১ হাজার ২১০ মেট্রিক টন ধান ও ৪৮৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা। 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]