কালীগঞ্জে সেন্ট্রাল হাসপাতালকে ২ লক্ষাধিক টাকা অর্থদণ্ড

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৫:৪৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৫:৪৫:৫০ অপরাহ্ন




  
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিয়ম বহির্ভূত কার্যকলাপের অভিযোগে কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে ২ লাখ ৫ হাজার টাকা এবং কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 


মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চত করেছেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। এর সোমবার (২৮ এপ্রিল) রাতে তিনি এ দণ্ডাদেশ প্রদান করেন।  
 


ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ লঙ্ঘনের প্রমাণ মেলায় এ জরিমানা করা হয়।
 


অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া, থানা পুলিশ ও আনসার সদস্যরা।
 


দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ পৌর এলাকার মুনসুপপুর গ্রামের আব্দুল বাসেদ মিয়ার ছেলে আরিফুর রহমান (৪৯), যিনি সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার হিসেবে কর্মরত।
 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, তার প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এজন্য তাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 


এছাড়া, নরসিংদীর পলাশ উপজেলার ফায়সাল (৩৪), যিনি কালীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী, তাকেও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 


উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, “জনস্বাস্থ্য এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]