কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৫:৩৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৫:৩৮:১০ অপরাহ্ন

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে, মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে কীটনাশকের অপপ্রয়োগ রোধে উপজেলার কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, কীটনাশক বিক্রেতা মীর জিয়াউর রহমান, লাভলু শিকদার, রফিকুল ইসলাম, মাধব চন্দ্র কুণ্ড, মোশারেফ হোসেন, সমিরন হালদার সোলেমান হাওলাদার, সাগর কুন্ডু প্রমুখ। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা  কীটনাশক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নিষিদ্ধ ঘোষিত বালাইনাশক ওষুধ বিক্রি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।


উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস বলেন, প্রত্যয়ন ছাড়া কোন ওষুধ বিক্রি করা যাবে না। প্রয়োজন বোধে আমাদের কৃষি অফিসের পরামর্শ নিয়ে ওষুধ বিক্রি করবেন এবং রেজিস্টার খাতায় নাম লিখে রাখবেন। সব সময় ভালো কোম্পানির ওষুধ বিক্রি করার চেষ্টা করবেন। 


উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার বলেন, যদি কোন দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায় তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিব। ওষুধের নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে বিক্রি করলে  তার বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]