
বরুড়ার প্রতিনিধি : আজ ২৮/৪/২৫(রোজ সোমবার) কুমিল্লা জেলার বরুড়া থানার উত্তর খোসবাস ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে দুই শিশু মাঠে ঘুরি উড়াতে গিয়ে মৃত্যুবরণ করে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাচ্চারা মাঠে ঘুরি উড়াতে গিয়ে মাঠে ছিল। এমন সময় আকাশ মেঘলা হয়ে আসে বাচ্চারা সেই দিকে খেয়াল করে নাই। এমন সময় হঠাৎ বজ্রপাতে দুই শিশু মো.জিহাদ (১৪) এবং মোহাম্মদ ফাহাদ (১৩) আক্রান্ত হয়। পরে তাদের বরুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নিমে আসে।