
মুলাদী প্রতিনিধিঃ মুলাদীর বাটামারায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মসজিদ নির্মান কাজে বাধা প্রদান ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের বাটামারা গ্রামের ৭নং ওয়ার্ড এর রহিম বাজারে ২০০৬ইং সালে স্থানীয়দের সহযোগীতায় একটি মসজিদ নির্মান করা হলে বর্তমানে সেটি জরাজির্ন হয়ে পরলে কাতার চ্যারিটি এর সহায়তায় স্থানীয় মৃত রফিঝ উদ্দিন সিকদারের পুত্র মসজিদ কিমিটির সভাপতি আঃ মোতালেব ও মৃত শাজাহান সিকদারের পুত্র লেঃ কর্নেল শাহাদুজ্জামান সাহেদ মসিজদের নামে ৫শতাং জমি দান করলে সেখানে মসজিদের পাকা ভবনের কাজ শুরু হয়। শুরু থেকেই উক্ত কাজে বাধা প্রদান করে স্থানীয় আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান।
এব্যাপারে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, মিজানুর রহমান মসজিদের কাজ শুরু থেকেই মোটা অংকের টাকা চাদা দাবী করে, আমরা চাদা দিতে অস্বীকৃতি জানালে বর্তমানে সে তার লোকজন নিয়ে এসে মসজিদের জমির মধ্যে তিনি জমি পাবেন দাবী করে রাজমিস্ত্রিদের কাজ বন্ধ করার জন্য বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করেন।
এঘটনায় স্থানীয় মুলাদী থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুনরায় কাজ করার নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে মিজানুর ও তার লোকজন মসজিদের নির্মান কাজ ভাংচুর করে। স্থানীয়রা জানান মিজানুর রহমান দীর্ঘদিন যাবত এলাকায় অন্যের জমি দখল করে আসছে, বর্তমানে মসজিদের জমির দিকেও তার নজর পরেছে।