
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মানব পাচার মামলার প্রধান আসামী সরফ উদ্দিন নবাব’কে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মামলার বিবরণে জানা যায়, ধৃত আসামী সরফ উদ্দিন নবাব ও তার সহযোগীরা মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ডিমাই গ্রামের আব্দুল কাদির ও গিয়াস উদ্দিনকে ভারতে পাচার করে ভারত থেকে তাদের হাত পা বেঁধে নির্যাতন করে ভিডিও ধারন করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপন দাবী করে ছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। ৩।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ২৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ ২২.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন ডিমাই বাজারে ধৃত আসামীর ফার্ণিচারের দোকান হতে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মামলা নং- ০৪/৬২ তারিখ-০৬/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ৬/৭/৮ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন- ২০১২ এর মানব পাচার মামলার এজাহার নামীয় ০১নং পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- সরফ উদ্দিন নবাব (৪০), পিতা- সজ্জাদ আলী, সাং- কেছরীগুল, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।