নাইক্ষ্যংছড়ি'র সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ১ চোরাইকারবারির যুবকের পা বিচ্ছিন্ন

আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ১২:৪৬:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ১২:৪৬:১১ পূর্বাহ্ন

 

 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালাসীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে চোরাইকারবারির ১ পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক বাংলাদেশীর।
 


শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে সদর ইউনিয়নের সীমান্তবর্তী চেরারমাঠ সী সীমান্ত পিলার এলাকার শুণ্যরেখায় এই দুর্ঘটনা ঘটে। 
আহত ব্যাক্তির নাম মো: জুবাইর (২৬).সে উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠের লম্বামাঠ গ্রামের আবদুল হকের ছেলে। সে এক কন্যা সন্তানের জনক।
 


প্রত্যক্ষদর্শী সূত্র  এ প্রতিবেদককে বলেন, শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে সীমান্তের দিকে যায়। সে চোরাকারবারের সাথে জড়িত। হয়ত এ কান্ডে সে ল্যান্ডমাইন বিষ্ফোরণের শিকারে পড়ে।
 


জুবাইরের পারিবারিক সূত্র জানায়, সে দুপুরে লাকড়ি  গিয়ে শূণ্যরেখায় পৌঁছলে হঠাৎ বিকট আওয়াজে একটি ল্যান্ডমাইন বিষ্ফোরিত হয়। সাথে সাথে তার বাম পায়ের গোড়ালি উড়ে যায়। সে পড়ে যায়। আওয়াজ শুনে লোকজন এসে তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি পরে ককসবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
 



বিষয়ের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুল হক বলেন, বিষয়টি জেনেছেন তিনি। সে নাইক্ষ্যংছড়ির চাকঢালার বাসিন্দা। লোকটি সীমান্ত পার হয়ে মিয়ানমার গিযেছে বলে তিনি জানতে পারেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]