
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবাহী ট্রাক একটি বসতঘরে উঠে গেলে ঘুমন্ত অবস্থায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম মোসা. রমিছা বেগম (৫৫)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোররাতে উপজেলার টেপিবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেই ঘরে একাই অবস্থান করছিল রমিছা। ফজরের নামাজ পড়ে এসে একটু ঘুমিয়ে ছিল তার ঘরে। পরে ভোর সকালে একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।