রাজশাহীতে হত্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এলাকাবাসীর মানববন্ধন

আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ১২:৫১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ১২:৫১:১৯ অপরাহ্ন






মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোছাঃ আদরী খাতুনের নামের এক নারীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কমসূচিতে অংশগ্রহণ করেন ভুক্তভোগী আদরী খাতুনের এতিম দুই মেয়ে ও এলাকাবাসী।

মানববন্ধন থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষন করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধনে ভুক্তভোগীর মেয়ে মেহেজাবিন বানু ও সেহেনাজ বানু বলেন, আমার মায়ের নামে চাচী ও চাচাতো ভাই যে হত্যা মামলা দায়ের করেছেন। তাহা উদ্দেশ্য প্রনোদিন মিথ্যা ও ভিত্তিহিন। তারা কি জানে না বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মিথ্যা মামলা করা আইনত দন্ডনীয় অপরাধ।

যে হত্যা মামলায় আমার মাকে ফাঁসানো হয়েছে। এই মামলার ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। যাহা মামলার সত্য উম্মোচন করার জন্য সহায়ক হবে এবং ভিডিও ফুটেজটি সংশ্লিষ্ট থানার ওসি ও আরএমপি পুলিশের পুলিশ কমিশনার মহাদয়ের নিকট পৌঁছে দিব।

তারা আরও বলেন, আমাদের দাবী, এই মিথ্যা মামলা থেকে আমার মা’কে অব্যাহতি দিতে হবে। নইলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের নিয়ে আবারও রাস্তায় দাঁড়িয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করবো। আমার চাচা মৃত সুরজ আলী হার্ট অ্যাটাক করে ঘোড়া চত্ত¡র এলাকায় মারা গেছেন। তার মৃত্যুর খবর আমরা পরের দিন জানতে পারি। পরবর্তীতে আমরা এটাও জানতে পারি, চাচার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ওই মামলায় আমার মাকে আসামী করা হয়েছে। এতে আমরা হতভম্ব হয়েছি এবং আমরা এ জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। চাচার মৃত্যুর সময় আমরা সবাই নানীর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। অথচ হত্যা মামলায় আমার মা’কে আসামী করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা।

সঠিক তদন্তের মাধ্যমে সত্য এবং প্রকৃত ঘটনা উম্মেচন করার দাবি জানান, ভুক্তিভোগীর পরিবার ও এলাকাবাসী।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]