পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপলোড সময় : ২২-০৪-২০২৫ ১১:১২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৫ ১১:১২:৩৯ অপরাহ্ন


 
পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মাঝি মৃত্যু হয়েছে। 
 
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত ব্যক্তির নাম আবু তালেব ওরফে তালেব মাঝি (৫৫)। তিনি পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার মুহাম্মদ উল্লাহর পুত্র।
 
নিহতের স্বজনেরা জানান, আবু তালেব মাঝি মগনামা পশ্চিম বাজার পাড়া এলাকার একটি পাকা বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। 
এসময় তার অসাবধানবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এ সময় কাজে নিয়োজিত অন্য শ্রমিকেরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
 
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।
 
স্থানীয় ইউপি সদস্য মোকতার আহমদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]