ফুলবাড়ীতে পূর্বের সত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বাড়িতে ঢুকে মারপিট

আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৭:৩৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৭:৩৪:৪৬ অপরাহ্ন

 


 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর গ্রামে প্রতিপক্ষ মোস্তাকিম বাবু মাস্টার সোহরাব আলী’র বাড়ীতে ঢুকে তার স্ত্রী, কন্যা ও পুত্রকে মারপিট করেন। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর গ্রামের মোঃ রাশেদ আলী মন্ডল এর পুত্র মোঃ সোহরাব আলী গত ২১/০৪/২০২৫ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ

 

সূত্রে জানা যায়, একই গ্রামের প্রতিপক্ষ মোঃ মোস্তাকিম বাবু মাষ্টার এর কন্যা মোছাঃ মুসফিকা নাসরিন লাবন্য (১৫) এর সাথে সোহরাব আলী’র পুত্র মোঃ রাকিবুল ইসলাম এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মোছাঃ মুসফিকা নাসরিন লাবন্য এবং মোঃ রাকিবুল ইসলাম গত ১৮/০২/২০২৫ইং তারিখে নোটারি পাবলিক এর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

এই ঘটনাকে, কেন্দ্র করে সোহরাব আলী’র পুত্রের বিরুদ্ধে মোস্তাকিম বাবু মাস্টার ০৫ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এই মামলা চলাকালীন অবস্থায় মোঃ সোহরাব আলী’র পুত্র মোঃ রাকিবুল ইসলাম জেল হাজতে থাকাকালীন অবস্থায় মাননীয় আদালত গত ০৯/০৪/২০২৫ইং তারিখে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য মানবিক কারণে তার জামিন প্রদান করেন।

 

গত ২১/০৪/২০২৫ইং তারিখে মোস্তাকিম বাবু মাস্টার এর কন্যা মোছাঃ মুসফিকা নাসরিন লাবন্য সন্ধ্যা ০৬টায় মোঃ সোহরাব আলীর বাড়ীতে চলে আসে। এ খবর পেয়ে মোস্তাকিম বাবু মাস্টার দলবল নিয়ে সোহরাব আলীর বাড়িতে এসে পরিবারের সকল কে বেধম মারপিট করেন এবং তার কন্যাকে নিয়ে চলে যায়।

 

এই ঘটনায়, মোঃ সোহরাব আলী বাদি হয়ে ০৩ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম এর সাথে কথা বললে

তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]