পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপলোড সময় : ২২-০৪-২০২৫ ১২:১৬:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৫ ১২:১৬:০৯ পূর্বাহ্ন

 

 

 
পটুয়াখালী প্রতিনিধিঃ মনজুর মোর্শেদ তুহিন 
 
জাতীয়করণসহ ৬ দফা  বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
 
আজ রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মো. আল-আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রোকনুজ্জামান হিরনের সঞ্চালনায় মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সহ-সভাপতি  মাও. মোঃ মোফাজ্জেল হোসেন, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান ও প্রচার সম্পাদক মোঃ ফোরকান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
 
তারা বলেন, সরকার পূর্বে জাতীয়করণের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক সমাজ হতাশ। আগামী ১২ মে’র মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৩ মে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।
 
উল্লেখযোগ্য ৬ দফা দাবির মধ্যে রয়েছে জাতীয়করণ, রেজিস্ট্রেশন স্থগিত আদেশ প্রত্যাহার, কোড প্রদান, আলাদা নীতিমালা প্রণয়ন, অফিস সহায়ক নিয়োগ এবং প্রাক-ইবতেদায়ী শ্রেণির অনুমোদন।
 
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]