পটুয়াখালীর সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ধারান্দী গ্রামের গ্রামীণ সড়কের সম্প্রসারণ কাজের দের কিলোমিটার রাস্তায় নিম্নমানের উপকরন দিয়ে চলছে সংস্কার কাজ। স্থানীয়দের অভিযোগ ও বাধার মুখেও বন্ধ হয়নি নিন্ম মানের ইট ও উপকরন দিয়ে রাস্তা তৈরি। কাজের তদারকিতে থাকা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম এর বিরুদ্ধে ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সাইনবোর্ডে আমার নাম থাকলেও আমি মূলত কাজের সাথে এখন আর নাই। এক বছর আগে এখান থেকে আমাকে বদলি করে দেয় তবে কিছুদিন পূর্বে আবারো এখানে যোগদান করি। বদলির পূর্বে আমি এটার দায়িত্বে ছিলাম এরপরও কিছু জানতে চাইলে আগামীকাল আসেন সরাসরি দেখা করি।
প্যালাসেটিং পোস্ট এর মান খুবই খারাপ এবং সকল স্থানে কাজের মান একই রকম নয়। মানা হয়নি কাজের সঠিক পদ্ধতি। মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ নিলে সুবিধা পায় পটুয়াখালী এলজিইডি অফিসের কিছু অসাধু কর্মকর্তা এবং স্থানীয় একটি ঠিকাদারি চক্র। এ কারণে মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠানটি অসাধুচক্রের মাধ্যমে পটুয়াখালী এলজিইডি থেকে হাজার কোটি টাকার কাজ বাগিয়ে নেয়। জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী পটুয়াখালী এলজিইডি থেকে চলমান ২২৩ টি কাজের মধ্যে মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্সের নামে ২৬ টি কাজ রয়েছে। বিভিন্ন সময়ে স্থানীয়দের অভিযোগে সাংবাদিকরা সরজমিনে গেলেও শ্রমিক ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যায় না।
এ ব্যাপারে পটুয়াখালী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ হোসেন আলী মির বলেন, স্পেসিফিকেশন বহির্ভূত কোন কাজ হয়ে থাকলে সেগুলো আমরা রিজেক্ট করবো। ওসব কাজ আমরা নিব না। যেহেতু আমি জানতে পেরেছি তাই আগামী সপ্তাহে সাইট ভিজিট করে ব্যবস্থা নেব। আমাদের কোন কর্মকর্তা যদি অনিয়মের সাথে জড়িত থাকে তবে ব্যবস্থা নেয়া হবে।