
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ঢাকার বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামের শিক্ষার্থী পারভেজ (২৩)।
তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। নিহত পারভেজ ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাঁইচান (পাঠকবাড়ি) গ্রামের বাসিন্দা মোঃ জসিম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনেই ইংলিশ বিভাগের ২৫১ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পারভেজের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পার্শ্ববর্তী বস্তির কিশোর গ্যাংয়ের সদস্যদের ডেকে আনে।
হামলাকারীরা পারভেজসহ আরও কয়েকজন শিক্ষার্থীর ওপর ছুরিকাঘাত করে। সেখান থেকে গুরুতর আহত পারভেজকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বর্তমানে তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার। এ ঘটনায়, বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্থানীয় শিক্ষার্থীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।