দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি ক্যুইবেক বিএনপির

আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০২:৩৫:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০২:৩৫:৫৯ পূর্বাহ্ন





দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি ক্যুইবেক বিএনপির

 
নিজস্ব প্রতিবেদক : কানাডায় বিএনপির এক অনুষ্ঠানে নেতৃবৃন্দ দ্রুত বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

তারা বলেন,
দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় জনগনের নির্বাচিত সরকারের বিকল্প নেই।

বক্তারা বলেন, সংস্কারের নামে সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার বিলাসী মনোভাব প্রকাশ পাচ্ছে উপদেষ্টাদের বক্তব্যে। দেশে দ্রুত ভোটারধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের কর্মসূচী ঘোষণার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবি জানান তারা।

১৪ এপ্রিল কানাডার ক্যুইবেক প্রদেশ বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান।

ক্যুইবেক প্রদেশ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাকির আলীর (জাকির সাদিক) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

প্রধান বক্তা ছিলেন, কানাডা বিএনপির (পূর্ব) সভাপতি এজাজ আক্তার তৌফিক, বিশেষ বক্তা ছিলেন, কানাডা বিএনপির (পূর্ব) সাধারণ সম্পাদক নবী হোসেন,

বিশেষ অতিথি ছিলেন, কানাডা বিএনপির (পূর্ব) সিনিয়র সহ সভাপতি মারিফুর রহমান মারিফ, যুগ্ম সম্পাদক মুহিম আহমেদ, সাংগঠরিনক সম্পাদক জয়নাল আবেদীন জামিল।

কানাডার ক্যুইবেক প্রদেশ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাকির আলী (জাকির সাদিক) তারুণ্যের অহংকার তারেক রহমানের রাষ্ট্র কাটামো পরিবর্তনের ৩১ দফা বাস্তবায়নের রুপরেখা দেশে, বিদেশে, পাড়া মহল্লায়, দল-মত নির্বিশেষে সবার কাছে পৌছে দেওয়ার জন্য দলীয় কর্মীদের প্রতি আহবান জানান।

ক্যুইবেক প্রদেশ বিএনপির সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হান ও সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমেদের সঞ্চালনায় সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন, কানাডা বিএনপির (পূর্ব) সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ হাসনাত আলী।

বক্তব্য রাখেন, কানাডা বিএনপির (পূর্ব) সহ সভাপতি আশরাফ চৌধুরী ফরহাদ, বিএনপি নেতা পারভেজ আহমেদ চৌধুরী, সাজ্জাদ হোসেন, ক্যুইবেক বিএনপির সহ সভাপতি আনোয়ার খাঁন লুইস ও ইমতিয়াজ আলী, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, স্থানীয় বিএনপি নেতা মুহিবুর রহমান মাহবুব,এ আর নয়ন, আহমেদ জাকির, আব্দুল কাদির, টিপু উদ্দিন, রফিক আহমেদ অপু, আব্দুর রহমান সোহেল ও আব্দুল ওয়াদুদ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]