
মুলাদী প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় ইসরাইল গনহত্যা আধিপত্য ও আগ্রাসনের প্রতিবাদে মুলাদীতে জমইয়তে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ ও আয়েম্মামে হিযবুল্লাহর উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।
গতকাল শনিবার বেলা ১১টায় মুলাদী পূর্ব বাজার জামে মসজিদ এর সামন থেকে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, জমইয়তে হিযবুল্লাহ মুলাদী উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, চরকালেখান ইউনিয়ন জময়তে হিযবুল্লাহ সভাপতি মাওলানা ইসমাইল, মুলাদী মাদ্রসা মসজিদের ইমাম মাওলানা মুহাঃ মনসুর হেল্লাল, মুলাদী উপজেলা যুব হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আমিনুল ইসলাম সালেহিন, মুলাদী উপজেলা যুব হিযবুল্লাহর সভাপতি মাওলানা আহসান উল্লাহ, জমইয়তে হিযবুল্লাহ মুলাদী উপজেলা সাধারণ সম্পাদক রাকিব মাহমুদ।
বিক্ষোভ শেষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন, কাজিরহাট থানা জমইয়তে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন।