গৌরীপুরে ১ হাজার ৮ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুড় গ্রেফতার

আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০৯:২৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০৯:২৭:০৪ অপরাহ্ন




গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুরে ১ হাজার ৮ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুড়কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়ায় অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেল।

অভিযানটি পরিচালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ম য়মনসিংহ ’খ’ সার্কেলের পরিদর্শক কানিজ ফাতেমার নেতৃত্বে জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর ও চৌকস একটি দল।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, টাঙাটিপাড়া গ্রামের আব্দুল কদ্দুছের পুত্র সজিব আহমেদ ও একই এলাকার মৃত নুর হোসেনের পুত্র মোঃ রইছ উদ্দিন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব আহমেদের দেহ ও ঘর তল্লাশী করে ১০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে। ৮টি প্যাকেটে ২শ করে ও ২টি প্যাকেটে ১শ করে ইয়াবা ট্যাবলেট রয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবত তারা চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে গৌরীপুরের বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। সজীব তার শ্বশুড় মো. রইছ উদ্দিনের ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইলে সিম (নাম্বার) উত্তোলন করে এ সিম দিয়ে সে ব্যবসা করে আসছিলো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক কানিজ ফাতেমা জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ব্যবসার সাথে আরও যারা জড়িত আছে, তাদের সনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]