আইইবি ময়মনসিংহ কেন্দ্রের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০১:৫৮:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০১:৫৮:২৪ পূর্বাহ্ন



বাকৃবি প্রতিনিধি,
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আইইবি ময়মনসিংহ কেন্দ্রের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. আবদুল আউয়াল এবং সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড এইচআরডি) প্রকৌশলী এ. এইচ. এম. রাশেদ, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পি অ্যান্ড এসডব্লিউ) প্রকৌশলী এ. কে. এম. জসিম উদ্দিন এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য: প্রকৌশলী মো. রাশেদুল আলম।

উল্লেখ্য, গত ০১ মার্চ অনুষ্ঠিত আইইবি কেন্দ্রীয় কাউন্সিলের ৬৪৬তম সভায় ময়মনসিংহ কেন্দ্র থেকে প্রেরিত কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়।কেন্দ্রীয় কাউন্সিলের অনুমোদনের মাধ্যমে এই কমিটি চূড়ান্ত হয়।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]