মুলাদী প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় গনহত্যা ও বিশ্ব মুসলমানের উপর নির্যাতন- নিপীড়নের প্রতিবাদে মুলাদীতে সর্বস্তরের তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। গতকাল শুক্রবার বাদ জুময়া মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এসময় তৌহীদি জনতা ফিলিস্তিনের গাজায় গনহত্যা ও বিশ্ব মুসলমানের উপর নির্যাতন ও নিপীড়নের বিষয়ে জাতী সংঘ অচিরেই হস্তক্ষেপ দাবী করেন, এবং মুলাদীর সকল ব্যাবসায়ীদের প্রতি ইজরাইলি পন্য বিক্রি থেকে বিরত থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, মুলাদী কেন্দ্রীয় ঈদগা মসজিদের ইমাম শহিদুল ইসলাম, পৌরসভা ইমাম সমিতির সভাপতি মাওলানা জাহাঙ্গীর হাওলাদার সহ পৌরসভার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লি বৃন্দ।