মোঃ অপু খান চৌধুরী।
ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকুই গ্রামের আল আমিন (৩০) নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকালে অটোরিক্সা নিয়ে বুড়িচং যাওয়ার পথে নোয়াপাড়া নামক স্থানে অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয় আল আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, ঘটনার দিন সকালে সাহেবাবাদ বাজার থেকে অটোরিক্সা দিয়ে পিয়াজ বুঝাই করে বুড়িচং যাচ্ছিলেন আল আমিন। বুড়িচং নোয়াপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সা নিয়ে সড়কের পাশে খাদে পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। অটোরিক্সা চালক আল আমিন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামের মিজান চেয়ারম্যানের বাড়ির রোমান মিয়ার একমাত্র ছেলে।
অটোরিক্সা চালক আল আমিনের নামাজের জানাজা একই দিন বাদ মাগরিব নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।