
কে এম সোহেব জুয়েলঃ
গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ঐতিহ্যেবাহী সরিকল বন্দর দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের পালা বদলে ১৫ এপ্রিল মঙ্গলবার সরিকল হাটের ইজারার প্রথম দিনে হাটে আগত মানুষের মাঝে মাইকে ঘোষণা দিয়ে হাটের খাজনা মুক্ত করায় ক্রতা ও বিক্রেতাদের মাঝে খুশির ঝড় ও ব্যাপক স্বস্তি ফিরে আসার দৃশ্য লক্ষ করা গেছে।
সুত্র মতে ৬ মার্চ নুতন বছর -২০২৫ ইজারার জন্য সরকারি নিয়ম মাফিক ৫ লক্ষ ২৫ হাজার টাকা ঘোষনায় সরিকল বন্দরের ইজারার দরপত্র বিক্রয়ের দিন তারিখ ধার্য করা হলে তারি ধারাবাহিকতায় ১৩ টি ফরম বিক্রয় করেন গৌরনদী উপজেলা প্রশাসন এমনটিই জানিয়েছেন হাটের ইজারা প্রাপ্ত মেঃ বাবুল হাওলাদার।
সে মতে উপজেলা প্রশাসনের বিধিমালা অনুযায়ী ৬ মার্চ ২০২৫ ইং ড্রপিং এর ধার্য তারিখে সরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন মিলন ৫ লক্ষ ৫০ হাজার টাকায় ডাক নিতে ইচ্ছে পোষন করে টেন্ডার ড্রপ করেন। অপর দিকে বাবুগঞ্জ উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক গ্রামের মৃত জয়নাল আবেদীন হাওলাদারের পুত্র বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সহ - সভাপতি মোঃ বাবুল হাওলাদার ৬ লক্ষ ৫ হাজার টাকায় হাট নেয়ার ইচ্ছে পোষন করে টেন্ডার ড্রপ করে বিজয়ি হন।
পরোক্ষনে হাটের ইজারার ভাগাভাগি নিয়ে নিজদের মধ্যে নানান জটিলতা দেখা দিলে এ নিয়ে একাধিকবার বসে কোন সুরাহা মিলাতে না পেরে অবশেষে বরিশাল - ১ গৌরনদী - আগৈলঝাড়া আসন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপনের একাধিক প্রচেষ্টা ও নির্দেশনাকে মান্য করে ইজারা মালিক মোঃ বাবুল হাওলাদারে গরু, ছাগল ও মাছের বাজার ছারা অন্যত্র ভোগ না করার শর্তে এক মত পোষন করে বাকি পন্য দ্রব্যকে উম্মুক্ত করে মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ ইং উপস্থিত হাটে বেচাকেনা করতে আসা শতশত মানুষের মাঝে মাইকে ঘোষনা দিয়ে খাজনা মুক্ত করা হয়।
১৮ এপ্রিল শুক্রবার সড়জমিনে হাটে ঘুরে ধান, ডাল সবজি মুরগি দা, কাচি, ইত্যাদি দোকানের মালিক দের সাথে হাটে সুবিধা অসুবিধা সম্পর্কে স্বাক্ষাৎ কালে তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পরে আমরা নুতন জীবন ফিরে পেয়েছি, খাঁজনা মুক্ত হাট হওয়ায় আমরা পন্য দ্রব্য বিক্রিতে কিছুটা দাম কমিয়ে বিক্রয় করতে পারছি, ফলে বিগত দিনের চেয়ে আজকের হাটে মানুষের মসাগম বাড়ার দৃশ্য লক্ষ্য করা গেছে। এ ভাবে চলতে থাকলে হাটের জৌলুশ ফিরে আসবে বলে মনে করছেন তারা।
বনিক সমিতির সভাপতি মোঃ হেদায়েত হোসেন মৃধা বলেন, নুতন চিন্তা চেতনার মধ্যে দিয়ে বিগত দিনের স্বৈরশাসনের বিপরিত চিন্তা চেতনায় নুতন সাজে সাজেবেন সরিকল বন্দরকে।
অপরদিকে স্হানীয় সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মোঃ নুরুল ইসলাম বলেন, নুতন চিন্তা ধারার মধ্য দিয়ে শহিদ জিয়ার আদশ্যকে ধারন করে হাটের খাঁজনা অবমুক্ত করায় নুতন এক অধ্যায় রচিত হয়েছে বলে নিজকে গৌরব বোধ করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ জাহাঙ্গীর হোসেন গোমস্তা বলেন, খাঁজনা অবমুক্তর মধ্য দিয়েই স্বৈরশাসকের চীর বিদায় ও গনতন্ত্রের পূনপ্রতিষ্টিত হয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
বিএনপির বাবুগঞ্জ উপজেলা সদস্য ও জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মহিবুল ইসলাম বান্না বলেন, হাটে দ্রব্যদি কিনতে এসে স্বস্তি ফিরে পেয়েছেন ও দীর্ঘ ১৭ বছর পরে গনতন্ত্র বিজয়ের কথা ভাবছেন তিনি।
অপর দিকে ইজারাদার বাবুল বলেন, বরিশাল -১ আসনের সাবেক সংসদ ও দেশ নেত্রি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপনের চিন্তা ধারায় অনুপ্রনিত হয়ে তার সাহসিকতাকে সম্মতি ও সাধুবাদ জানিয়ে হাটের এক তৃতীয়াংশ খাঁজনা মুক্ত করে দিয়ে গনতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছেন বলে ধারনা করে নিজকে গর্বিত মনে করছেন তিনি (বাবুল)।