নিজস্ব প্রতিবেদক : কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে দফায় দফায় ধর্ষণ, র্যাব -১১ এর অভিযানে আসামী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৬২ জন, আরসা সদস্য-১৫ জন, হত্যা মামলায় ৮৬ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৪৫ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ০৮ জন গ্রেফতারসহ ৮২ টি অস্ত্র, ১২৭৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৪৯ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৪১ জন অপহরণকারী গ্রেফতারসহ ৩৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৩ জন, জেল পলাতক ৩৫ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৫১ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ০৭ এপ্রিল ২০২৫ তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন গাবতলী প্রাইমারী স্কুলের পাশের পাঁচ তলা বাড়ির নিচ তলার রুমের ভিতরে ডেকে নিয়ে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ এর ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং-৩০, তারিখঃ ১১ এপ্রিল ২০২৫। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদেরকে দ্রæত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
প্রাথমিক অনুসন্ধানে এবং এজাহার পর্যালোচনায় জানা যায় যে, ভিকটিমের বিবাহের পূর্বে অভিযুক্ত মাহিম এর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিমের অন্যত্র বিয়ের পর বিভিন্ন সময় রাস্তা ঘাটে অভিযুক্ত মাহিম ভিকটিমকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করত ও - কু-প্রস্তাব দিত। এরই ধারাবাহিকাতায় গত ইং ০৭ এপ্রিল ২০২৫ তারিখ নারায়ণগঞ্জের সদর উপজেলার গাবতলী এলাকায় কোলের শিশুকে জিম্মি করে উক্ত ভিকটিমকে দফায় দফায় ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের ভিডিও ধারণ করে ও ভয়-ভীতি দেখিয়ে প্রায় এক মাস ধরে অভিযুক্ত মহিম (৩০), এজাহারনামীয় অন্যান্য আসামীর সহায়তায় দফায় দফায় উক্ত ভিকটিমকে ধর্ষণ করে আসছিল। গত ০৭ এপ্রিল সর্বশেষ ধর্ষণের পর ভিকটিম অসুস্থ হয়ে পড়ে।
ভিকটিমের স্বামী জানান, রমজান শুরু হওয়ার আগে তার স্ত্রী সন্তানকে নিয়ে ইসদাইর-গাবতলী লিংক রোড দিয়ে যাওয়ার সময় ইসদাইর বটতলা এলাকার সজিব ওরফে বদনা সজিব, গাবতলী মাজার এলাকার রাকিব ওরফে মাইন, জাকারিয়া প্রকাশ নয়ন ও নজরুলসহ অজ্ঞাত দুজন সহযোগী তার সন্তানকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ করে।
এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে আরো কয়েক দফা ধর্ষণ করে। সর্বশেষ গত ০৭ এপ্রিল তাকে পুনরায় ফতুল্লা মডেল থানাধীন গাবতলী প্রাইমারী স্কুলের পাশের পাঁচ তলা বাড়ির নিচ তলার রুমের ভিতরে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ সময় ভিকটিম কান্নাকাটি করলে অভিযুক্তরা ভিকটিমকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ্ধসঢ়;ঐ বাড়ি থেকে বের করে দেয়। এরপর ভিকটিম বিষয়টি তার স্বামী এবং পরিবারকে জানায় এবং ভিকটিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ০৪ নং আসামী জাকারিয়া প্রকাশ নয়ন (৩০), পিতা- মোঃ ফারুক, সাং- মধ্যপাড়া, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ’কে বরিশাল জেলার কোতয়ালী থানাধীন নাজির মহল্লা এলাকা হতে অদ্য ইং ১৭ এপ্রিল ২০২৫ তারিখ রাত্রি ২১.৪৫ ঘটিকায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর যৌথ আভিযানিক দল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। বার্তা প্রেরক -অনাবিল ইমাম মেজর কোম্পানী কমান্ডার র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ। মোবা-০১৭৭৭৭১১১১১ বিনীত নিবেদন এই যে, আমি মোসা: রেহানা (১৯), জন্মনিবন্ধন নং-২০০৮৩৯২৬৭০৫০৩৬৬১৫, এরস্বামী-সজীব হোসেন, পিতা-মজিবর রহমান, সাং- আযিনপুর, থানা-মতলব, জেলা-চাঁদপুর, এ/পি সাং-গাবতলী কিসেতুন বাজার (মোসা: লিমা আক্তারের বাড়ির ভাড়াটিয়া) থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, সঙ্গীয় আমার স্বামী-৬) সজীব হোসেন (২৪), পিতা-নজরুল, সাং- আষিনপুর, থানা-মতলব, জেলা-চাঁদপুর, এ/পি সাং-গাবতলী নতুন বাজার (মোসা: লিমা আক্তারের বাড়ির ভাড়াটিয়া) থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে সহ থানায় হাজির হইয়া - বিবাদী মাহিম (৩০), পিতা-কাশেম, সাং-গাবতলী নতুন বাজার, নজরুল (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-বাগাবতলী ৩। সজীব ওরফে বদনা সজীব (৪০), পিতা-অজ্ঞাত, সাং-গাবতলী প্রাইমারী স্কুল সংলগ্ন, ৪।
নয়ন - (৩০), পিতা- অজ্ঞাত, সাং-গাবতলী, সর্ব থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জগণ সহ অজ্ঞাতনামা ২/৩ জনের - বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, আমার বিবাহের পূর্ব হইতে বিবাদী মাহিম এর সহিত আমার ১০ সম্পর্ক ছিল। আমার বিবাহের রাস্তা ঘাটে চলাচলে ১নং বিবাদী মাহিম আমাকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করিত ও - কু-প্রস্তাব দিত। তারই ধারাবাহিকাতায় ইং ০৭/০৪/২০২৫ তারিখ বেলা অনুমান ০২:৩০ ঘটিকার আমার নবর্তমান ঠিকানার বাসা সামনে ছিলাম এমন সময় ১নং বিবাদী ২, ৩ ও ৪ নং বিবাদীদের সহায়তায় আমাকে বিভিন্ন ভাবে ফুসলাইয়া ফতুল্লা মডেল থানাধীন গাবতলী প্রাইমারী স্কুলের পাশের পাচ তলা বাড়ির নিচ তলার রোমের ভিতরে নিয়া যায় এবং অন্যান্য বিবাদীদের সহায়তায় ১নং বিবাদী মাহিম (৩০) আমাকে জুর পূর্বক খাটের উপর শুয়াইয়া একাধিকবার ধর্ষণ করে। আমি কান্নাকাটি করিতে থাকিলে বিবাদীরা আমাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও হুমকি দিয়া ঐ বাড়ি হইতে বাহির করিয়া দেয়। আমি উক্ত ঘটনার বিষয়টি আমার পরিবারের লোকজনের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হইল। ৯ এপ্রিল সর্বশেষ ধর্ষণের পর ওই নারী অসুস্থ হয়ে পড়ে। এরপর শুক্রবার ফতুল্লা থানায় মামলা করা হয়।
গৃহবধূর স্বামী লেগুনাচালক জানান, রমজান শুরু হওয়ার আগে তার স্ত্রী (১৮) সন্তানকে নিয়ে ইসদাইর-গাবতলী লিংক রোড দিয়ে যাওয়ার সময় ইসদাইর বটতলা এলাকার সজিব ওরফে বদনা সজিব, গাবতলী মাজার এলাকার রাকিব ওরফে মাইন, নয়ন ও নজরুলসহ অজ্ঞাত দুজন সন্তানকে জিম্মি করে তার স্ত্রীকে গণধর্ষণ করে। এ সময় ধর্ষণকারীরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফা সংঘবদ্ধ ধর্ষণ করে। সর্বশেষ ৯ এপ্রিল তাকে একই আসামিরা ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে সে প্রচÐ অসুস্থ হয়ে পড়ে। এরপর গৃহবধূ তার স্বামীকে জানায়। স্বামী-স্ত্রী ফতুল্লা থানায় গিয়ে মামলা করে।
এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। নারায়ণগঞ্জের সদর উপজেলার গাবতলী এলাকায় কোলের শিশুকে জিম্মি করে এক গৃহবধূকে দফায় দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ভিডিও ধারণ করে ও ভয়-ভীতি দেখিয়ে প্রায় এক মাস ধরে বখাটেরা দফায় দফায় ধর্ষণ করে আসছিল।