মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী
চাঁদপুর ( ফরিদগঞ্জ) সংবাদদাতা
চাঁদপুরের ফরিদগঞ্জে এক বৃদ্ধ নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই নারীর আম গাছ থেকে জলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ১৬ এপ্রিল রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম সাজুদা বেগম মরিয়ম (৬০) স্থানীয়দের বরাতে জানা গেছে তিনি জয়শ্রী বাড়ির কালু পাটোয়ারীর দ্বিতীয় স্ত্রী ছিলেন। প্রায় দুই বছর আগে বার্ধক্য জনিত কারণে কালু পাটোয়ারীর মৃত্যু হয়। কোন সন্তান না থাকার আগের স্বামীর সংসারে সন্তানদের সাথেই বসবাস করতেন সাজুদা বেগম, সম্প্রতি পরিবারের এক সদস্য রুহুল আমিন শিফনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা স্থানীয়দের দৃষ্টিগোচর হলে বিষয়টি নিয়ে পারিবারিক অস্থিরতা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে অনৈত্যিক সম্পর্কের অভিযোগে তাকে নিজ পিত্রালয়ে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙ্গে পড়েন, তিনি বিয়ের জন্য শিফনের উপর চাপ সৃষ্টি করেছিলেন, তবে বুধবার রাত্রে তার ঝুলন্ত মরদেহ বাড়ির পাশের একটি আম গাছ থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনার পর থেকেই রুহুল আমিন ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নার তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, আমরা ঘটনার স্থল থেকে এক নারী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে একটি অপমৃত্যুর মামলা আদায় করা হয়েছে, ময়না তদন্তের প্রতিবেদন ফেলে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।