ছাত্রলীগের বিচারের দাবিতে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ

আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ১২:৪৪:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ১২:৪৪:১৭ পূর্বাহ্ন



বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে গঠিত তদন্ত কমিটির বিচারকার্য বিলম্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রদলের নেতাকর্মীরা কামাল-রঞ্জিত মার্কেটে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্য ইসমাইল হোসেন হৃদয়সহ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী।

সমাবেশে মো. আতিকুর রহমান বলেন, আমরা ছাত্রলীগের সন্ত্রাসের বিচার চাই। শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জ্ঞানের জায়গা, মানবিকতা শেখার জায়গা। কিন্তু সেই প্রতিষ্ঠানকে ছাত্রলীগ ভয় আর নির্যাতনের কেন্দ্রে পরিণত করেছিল। বছরের পর বছর ধরে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী, ভিন্নমতের ছাত্র এবং আমাদের সহযোদ্ধাদের উপর নৃশংস হামলা নির্যাতন চালিয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্তে গঠিত কমিটির অগ্রগতি এত ধীর কেন? কেন প্রশাসন নীরব? এতে কি সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে না? নাকি প্রশাসন বিচারহীনতার চক্রে আবদ্ধ?”

তিনি আরও বলেন, “আমাদের দাবি খুব স্পষ্ট—যারা হামলা ও নির্যাতনে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস চালিয়েছে, তাদের এই ক্যাম্পাসে থাকার কোনো অধিকার নেই। আমরা দ্রুত মেধাবী ছাত্র সাদ হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]