ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি রোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্রশিবিরের উদ্যোগ

আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ১২:০০:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ১২:০০:১২ পূর্বাহ্ন



কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা কেন্দ্র করে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়তে হয়, সে লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবির ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকার হোটেল-রেস্তোরাঁগুলোতে খাবারের অতিরিক্ত মূল্য আদায় রোধে তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় হোটেল মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য সহনীয় দামে মানসম্পন্ন খাবার পরিবেশনের বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ভর্তি পরীক্ষায় আগত হাজারো পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি মানবিক ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে তাঁরা সর্বদা সচেষ্ট থাকবেন বলেও জানান নেতৃবৃন্দ।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল থেকে একটি মানবিক, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখাই তাদের মূল উদ্দেশ্য। এই উদ্যোগ ভর্তি পরীক্ষার সময় আগতদের জন্য স্বস্তির কারণ হবে বলে আশা করা হচ্ছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো.আবুল বাশার বলেন, "আমরা জানি প্রতিবছর ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসলে খাবার হোটেলগুলো খাবারের দাম বেশি রাখে এমনকি খাবারের মান ঠিক রাখে না। যার ফলে দূরদুরান্ত থেকে আসা শিক্ষার্থীরা ও তাদের অবিভাবকরা অসন্তোষ প্রকাশ করে, যার ফলে বিশ্ববদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ভর্তি পরীক্ষা উপলক্ষে আসা শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অবিভাবকদের থেকে বেশী ভাড়া আদায় করে গাড়ির চালকরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভতিচ্ছু শিক্ষার্থীরা ও তাদের অবিভাবকরা যেন কোন ভোগান্তিতে না পড়ে সেই লক্ষে কু.বি ছাত্রদল সার্বক্ষনিক মাঠে থেকে কাজ করবে।"

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি হাফেজ মাজহারুল ইসলাম বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য অনেক দূরে থেকে শিক্ষার্থীরা আসবে পরীক্ষা দিতে। সেইজন্য আমরা হোটেল মালিকদের অনুরোধ করেছি, যাতে খাবারের দাম আগের মতো রাখা হয়। তার পাশাপাশি শহরের সব কেন্দ্রে আমাদের প্রতিনিধি দল থাকবে। যাদের কোনো সমস্যা বা ভোগান্তি তে পড়তে না হয়। পাশাপাশি আমাদের পরবর্তী কার্যক্রম ফেইসবুক পেইজের মাধ্যমে জানতে পারবেন। '

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল দশটায় সি ইউনিট, বিকাল তিনটায় এ ইউনিট এবং ২৫ এপ্রিল বি ইউনিটের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।




সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]