মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে বজ্রপাতে হালিম হাওলাদার ( ৬০) নামের এক জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৪ টার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত হালিম হাওলাদার ওই গ্রামের মৃত ছাদেম আলী হাওলাদারের ছেলে, এবং তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিকূল আবহাওয়া দেখে হালিম হাওলাদার গরু নিয়ে আসার জন্য নদীর পাড়ে যায়। তখন হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।