কয়রায় ইসলামপুর শান্তি সংঘের এক ঝাঁক যুবক সামজিক কর্মকান্ড করে যাচ্ছে

আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৫:১৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৫:১৮:২৭ অপরাহ্ন



প্রতিনিধি খুলনা : কয়রায় ইসলামপুর শান্তি সংঘ একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন ২০০৮ সাল থেকে এক ঝাঁক যুবক সামজিক কর্মকান্ড করে যাচ্ছে । 

সদস্যদের নিজস্ব অর্থে পরিচালিত এই সংগঠনটি বাংলাদেশের খুলনা জেলার কয়রা উপজেলার অন্তর্গত ২ নং বাগালী ইউনিয়নের ইসলামপু গ্রামে অবস্থিত। ইসলামপুর শান্তি সংঘ ইশাসের কিছু সচেতন যুব সমাজের তত্বাবধানে গড়ে উঠেছে।  

ইসলামপুর শান্তি সংঘর সদস্যদের সদিচ্ছায় সমাজের গ্রামের অসহায় দুস্তদের মাঝে ঈদ সামগ্রী এর বিতরণ, গরীব অসহায়দের বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে থাকে। 

হয়েছে। ২০০৮ সাল থেকে প্রতি বছরের ন্যায় এবার ও ২৯ শে রমজানে ইসলামপুর মধ্যপাড়া জামে মসজিদে ইফতার মাহফিল আয়োজন করে ইসলামপুর শান্তি সংঘ ইশাস। শুধু ইফতারই বিতরণ করিনি, বরং ঈদ সামগ্রীও বিতরণ করেছি, যাতে সমাজের গরিব, অসহায় ও অভাবী মানুষদের মুখে ঈদের আনন্দ ফুটে ওঠে। 

 ইসলামপুর শান্তি সংঘ ইশাসের সভাপতি মোঃ ইসমাইল হোসেন বলেন, আমরা আমাদের নিজেদের অর্থায়নে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকি। প্রতি বছর আমরা বিশিয্ট আলেমগণ নিয়ে এসে ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকি।  

রক্ত মানব জীবনের অতি প্রয়োজনীয় একটি উপাদান। জীবন যখন সংকটাপন্ন হয়ে পড়ে তখন রক্তই হয়ে যায় বাঁচা মরার নিয়ামক। সে সময় জীবন বাঁচাতে মানুষ রক্তের জন্য হাহাকার শুরু করে। নিরাপদ রক্ত সঞ্চালনে আমরা রক্তদান কর্মসূচি করে আসছি।

“স্বার্থছাড়া সেরা দান, সেচ্ছায় রক্ত দান” এই স্লোগানকে সামনে রেখে ইনশআল্লাহ্ আমরাও কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা সবাই একসাথে এই উদ্যোগে অংশগ্রহণ করে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আমাদের এই উদ্যোগে যারা অংশগ্রহণ করতে চান, তাদের জন্য আমাদের সংগঠন সব সময় উন্মুক্ত। বাহিরের কেউ চাইলে আমাদের সংগঠনের সদস্য হতে পারেন, যাতে একসাথে আমরা আরও কার্যক্রম পরিচালনা করতে পারি এবং সমাজের কল্যাণে কাজ করতে পারি।

ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সংগঠনের মাধ্যমে সমাজের উন্নতি ঘটিয়ে দুনিয়া ও আখিরাতে সাফল্য লাভের পথে পরিচালিত করুন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]