নিজস্ব প্রতিবেদক,
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর বেলপুকুর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশী করে বিপুল পরিমান গাঁজা-সহ মনি আক্তার (৩৫) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১০টায় নগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড়ে রাজশাহীগামী আলভী স্পেশাল পরিবহনে তল্লাশী চালিয়ে ৬কেজি গাঁজা-সহ ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোছাঃ মনি আক্তার, সে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মোঃ ইব্রাহিম খলিলের স্ত্রী এবং মোঃ আলেক হোসেনের মেয়ে। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গাঁজা নিজের এবং বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী নগরীতে আসছিলো বলে স্বীকার করে নারী মাদক কারবারী মনি আক্তার।
একই দিন বিকাল সাড়ে ৩টায় রাজশাহীর দূর্গাপুরে ১কেজি গাঁজা-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যার।
এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারীরা হলো: মোঃ নাজিম উদ্দীন (৩৬), সে দূর্গাপুর থানার বর্ধনপুর গ্রামের মোঃ জসিম মন্ডলের ছেলে ও একই গ্রামের মোঃ নাজিম উদ্দীনের ছেলে সোহানুর ইসলাম নাহিদ (২১)।
বুধবার (১৬ এপ্রিল) বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দূর্গাপুর ও রাজশাহী নগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।