মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।
পহেলা বৈশাখের বর্ষবরণ শোভাযাত্রায় ‘ফ্যাসিস্ট মুখাকৃতি নির্মাণে কারণে মানিকগঞ্জের বিশিষ্ট চিত্র ও ভাস্কর্যশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার সময়, সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শিল্পীর পরিবার বলেন, বাড়ির একটি ঘরে আগুন দেওয়া হলে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, চিত্রকর্ম এবং কারুকাজ পুড়ে যায়।
আগুন লাগানোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জন্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান খানকে, প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে আমি একটি বাঘের মোটিফ তৈরি করেছিলাম।
শেখ হাসিনার মুখাকৃতি বা ‘ফ্যাসিস্ট মোটিক আমি নির্মাণ করিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর কারণে, আজ বিপদের মুখে ফেলা হয়েছে।”
এছাড়াও আগে, নিজের বিপদ মনে করে, ঘটনার আগের দিনই নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরদিন রাতেই আগুন দেওয়া হয়। বর্তমানে থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত চলছে। কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার, পর স্থানীয় শিল্পী সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মত প্রকাশ ও শিল্পচর্চার স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।
শিল্পীর বাড়ি সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি থেকে সামান্য দুরে।