নিজস্ব প্রতিবেদক,
মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে র্যাবের লুট হওয়া গ্যাসগান উদ্ধার করেছে র্যাব-১০।
অদ্য ১৬/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ০০.৫৫ ঘটিকায় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বাঘড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে র্যাব-১০ এর লুট হওয়া ০১ (এক) টি বিদেশী অস্ত্র ৩৭/৩৮ এমএম গ্যাস গানসহ ০১ (এক) লিটারের একটি ছিপি খোলা কাচের বোতলে অনুমান ৩৫০ এমএল পরিমাণ বিদেশী মদ, একটি বিদেশী মদের খালি কাচের বোতল, ফেন্সিডিলের একটি খালি প্লাস্টিকের বোতল, ০১ (এক) পুরিয়া অবৈধ ১.৭৫ গ্রাম গাঁজা, এক সেট তাসের প্যাকেট ও নগদ ১৭০/- টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।