কুয়েটের শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৪:১৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৪:১৬:৩২ অপরাহ্ন


কুবি প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীর বহিষ্কারের ঘটনার প্রতিবাদ ও কুয়েট ভিসি পদত্যাগের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, 'কুয়েটের সাধারণ শিক্ষার্থীদেরকে যে বহিষ্কার আদেশ দিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। গত ১৮ ই ফেব্রুয়ারি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে তা আমরা সকলেই জানি। এবং কারা হামলা করছে তাও সকলের জানা। তারপরও কুয়েটের ভিসির এমন পক্ষপাতদুষ্ট আচরণ কোনোভাবেই কাম্য নয়।'

তিনি আরো বলেন,' কুয়েট কি বাংলাদেশের গাজা? গাজায় যেমন বর্বরোচিত হামলা চলতেছে কিন্তু ভুক্তভুগীরা বিচার পাচ্ছে না ঠিক তেমনি কুয়েটেও একই অবস্থা। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের পাশে আছি। কুয়েট প্রশাসনের কাছে দাবি থাকবে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং কুয়েটের ভিসিকে পদত্যাগ করতে হবে।'

ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির বলেন,' কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীর দায় স্বীকারের পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সাধারণ শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয়েছে। কুয়েটের ভিসির এমন পক্ষপাতদুষ্ট আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি কুয়েট প্রশাসনের কাছে দাবি জানাবো এমন বিচারের নামে প্রহসন বন্ধ করুন।'

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জামাল হোসেন রাজু বলেন, ' আমরা দেখছি ঢাবি শিক্ষার্থীদের সাথে যেভাবে ফ্যাসিস্ট  আচরণ করছে, কুয়েট ভিসি একই আচরণ করছে। আমরা আশা করবো সে তার ফ্যাসিস্ট আচরণ পরিহার করবে। নতুন বাংলাদেশের সাথে মানিয়ে নিবে। অন্যথায় পদত্যাগ করবে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। '

প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি দুপুরে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার (১৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]