নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার বিকাল ৪ টায় নেছারাবাদে অনুষ্ঠিত হলো আলহাজ্ব আব্দুল হাই তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
উপজেলার সুটিয়াকাঠীর বেলতলা বালুর মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। এস এস সি ১৪ এবং এস এস সি ২৪ ব্যাচের মধ্যে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১৪ ব্যাচ ৩-১ গোলে জয়লাভ করে, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, মোঃনাজিমুল হক, অতিরিক্ত ডি আই জি বরিশাল রেঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, মোঃজাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছারাবাদ, পুলিশ সুপার সার্কেল সাবিহা মেহবুবা, সাবেক ছাত্রনেতা এবং কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক তাতী বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ হোসেন, নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃবনী আমিন, সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদ উদ্দিন, সমাজ সেবক সাইফুল ইসলাম নিপু।
উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহসিন মিয়ার সঞ্চালনার দায়িত্ব পালন করেন। খেলায় সভাপতিত্ব করেন মোঃ হারুনুর রশিদ সভাপতি আলহাজ্ব আব্দুল হাই তালুকদার ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি।
নতুন বছরের শুরুতে এত সুন্দর একটা আয়োজন করায় দর্শকদের ভিড় ছিলো চোখে পড়ার মত।
সাধারন দর্শকরা মিডিয়া কর্মীদের জানান, খেলায় অপ্রিতিকর ঘটনা ঘটার কারনে এখন আর আয়োজকরা ফুটবল খেলার আয়োজন করেনা। তবে আজকের এ আয়োজন যেভাবে নিরাপত্তার চাদরে ডাকা ছিল এবং যতটা সুশৃঙ্খল ছিল এভাবে করতে পারলে ক্রীড়া অনুরাগীরা আবার মাঠে ফিরে যাবে। এবং যুব সমাজ মাদকের ভয়ানক থাবা থেকে মুক্ত হবে ইনশাল্লাহ।