মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর কৃষি ব্যাংকে বাৎসরিক শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনব্যাপী এই হালখাতা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শুভ হালখাতা উপলক্ষে এলাকায় মাইকিং ও কার্ড বিতরণের মাধ্যমে ঋণ গ্রহীতাদের দাওয়াত দেয়া হয়।
ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম জোরদার করতেই হালখাতার এ আয়োজন বলে জানা যায়। এই দিনে নতুন ঋণ বিতরণ ও পুরাতন ঋণ আদায় করা গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া যায়। হালখাতা উপলক্ষে সকলকে মিষ্টি দেওয়া হয়।
হালখাতার শুভ উদ্বোধন করেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায়। এসময় ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি খাইরুজ্জামান ভূঁইয়া সহ সাংবাদিক ও ভূঞাপুর শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কৃষি ব্যাংক ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায় বলেন, কৃষি ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকেই এই হালখাতার চালু রয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের নির্ধারিত দিন এই হালখাতার আয়োজন করা হয়ে থাকে।
তিনি আরো বলেন, ভূঞাপুর শাখা মোট ৩১'শ ঋণ গ্রহীতা রয়েছে। হালখাতার দিনে ১ কোটি ১৭ লক্ষ চল্লিশ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া গ্রাহকদের নিকট থেকে ৮১ লক্ষ টাকা ঋণ আদায় করা হয়েছে।