কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ঐতিহ্যেবাহী সরিকল বন্দর দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের পালা বদলে ১৫ এপ্রিল মঙ্গলবার সরিকল হাটের ইজারার প্রথম দিনে হাটে বেচাকেনা করতে আসা শতশত মানুষের মাঝে মাইকে ঘোষনা দিয়ে হাটের খাজনা মুক্ত করায় মানুষের মাঝে ব্যাপক স্বস্তি ফিরে আসার দৃশ্য লক্ষ করা গেছে।
সুত্র মতে ৬ মার্চ নুতন বছর- ২০২৫ ইজারার জন্য সরকারি নিয়ম মাফিক ৫ লক্ষ ২৫ হাজার টাকা ঘোষনায় সরিকল বন্দরের ইজারার দরপত্র বিক্রয়ের দিন তারিখ ধার্য করা হলে তারি ধারাবাহিকতায় ১৩ টি ফরম বিক্রয় করেন গৌরনদী উপজেলা প্রশাসন এমনটিই জানিয়েছেন হাটের ইজারা প্রাপ্তি মেঃ বাবুল হাওলাদার।
সে মতে উপজেলা প্রশাসনের বিধিমালা অনুযায়ী ৬ মার্চ ২০২৫ ইং ড্রপিং এর ধার্য তারিখে সরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন মিলন ৬ লক্ষ ৫ হাজার টাকায় ডাক নিতে ইচ্ছে পোষন করে টেন্ডার ড্রপ করেন। অপর দিকে বাবুগঞ্জ উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক গ্রামের মৃত জয়নাল আবেদীন হাওলাদারের পুত্র বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সহ - সভাপতি মোঃ বাবুল হাওলাদার ৬ লক্ষ ৫ হাজার টাকায় হাট নেয়ার ইচ্ছে পোষন করে টেন্ডার ড্রপ করে বিজয়ি হন।
পরোক্ষনে হাটের ইজারার ভাগাভাগি নিয়ে নিজদের মধ্যে নানান জটিলতা দেখা দিলে এ নিয়ে একাধিকবার বসে কোন সুরাহা মিলাতে না পেরে অবশেষে বরিশাল - ১ গৌরনদী - আগৈলঝাড়া আসন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপনের একাধিক প্রচেষ্টা ও নির্দেশনাকে মান্য করে ইজারা মালিক মোঃ বাবুল হাওলাদারে গরু, ছাগল ও মাছের বাজার ছারা ঁঅন্যত্র ভোগ না করার শর্তে এক মত পোষন করে বাকি পন্য দ্রব্যকে উম্মুক্ত করে মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ ইং উপস্থিত হাটে বেচাকেনা করতে আসা শতশত মানুষের মাঝে মাইকে ঘোষনা দিয়ে খাজনা মুক্ত করা হয়।