বোয়ালখালীতে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব উদযাপন

আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৪:৫৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৪:৫৬:৫৪ অপরাহ্ন



এম মনির চৌধুরী রানা  

চট্টগ্রামের বোয়ালখালী সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে, দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল উপজেলার দাশের দিঘি সংলগ্ন মাঠে  শুরু হওয়া এ উৎসব ছিল নানা আয়োজনে পরিপূর্ণ।

জাতীয় সংগীত ও বর্ষবরণের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর একে একে মঞ্চে স্থান পায় দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়, গীতিনাট্য, মোড়ক লড়াই এবং ঐতিহ্যবাহী বলি খেলার মতো জনপ্রিয় ও মনোমুগ্ধকর পরিবেশনাগুলো।

উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আমেরিকান প্রবাসী মো. শামসুল আলম আলম, অধ্যাপক কানাই দাশ, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, শিক্ষাবিদ সেহাব উদ্দিন সাইফু, শিক্ষক নেতা আমির হোসেন ও আবুল বশর, সাংস্কৃতিক কর্মী প্রবীর দাশ, স্কাউট প্রতিনিধি পূজন, মো. জসিম উদ্দিন এবং বর্ষবরণ উদযাপন পরিষদের সভাপতি মো. জয়নুল ফারুখ মোরশেদ।

 শিক্ষক সুদর্শন দাশ ও ইয়াছিন আরাফাতের যৌথ সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]