মোঃ আবদুল্লাহ বুড়িচং।
১লা বৈশাখ দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে বসুন্ধরা চত্ত্বরে শ্রমজীবী ও পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়।
ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেডারেশনের কুমিল্লা জেলা উত্তর সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।
ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা সহ-সভাপতি মোঃ শাহিন হোসাইন ভূইয়া, বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেডারেশনের বুড়িচং সদর ইউনিয়ন সভাপতি হাফেজ মোঃ রুহুল আমিন, সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, ষোলনল ইউনিয়ন সভাপতি মোঃ সোলেমান পাটোয়ারী, শ্রমিকনেতা মোঃ ইসমাঈল, মোঃ ইউসুফ, সাইফুল ইসলাম, মোঃ আছাঙ্গীর প্রমুখ।