নিজস্ব প্রতিবেদক।
র্যাব এর যৌথ অভিযানে নীলফামারী জেলার জলঢাকা থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার এজাহারনামীয় ০১ নং পলাতক আসামী গ্রেফতার এবং নাবালিকা ভিকটিম উদ্ধার।
বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
উল্লেখ্য যে, গত ইং ২৫/০৩/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১০০ ঘটিকার সময় আসামী মোঃ শুভ ইসলাম (২১), পিতা- মোঃ হাছানুর রহমান, সাং- পশ্চিম বালাগ্রাম (কৃষি কলেজ সংলগ্ন), থানা- জলঢাকা, জেলা- নীলফামারী, নাবালিকা ভিকটিম কে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম গ্রামস্থ শিমুলেরতল নামক স্থানে ফাকা জায়গায় পাঁকা রাস্তার উপর হতে সুকৌশলে জোরপূর্বক অপহরণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা ঘটনাটি জানতে পেরে নীলফামারী জেলার জলঢাকা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীকে গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ইং ১৩ এপ্রিল ২০২৫ তারিখ ১৫৪৫ ঘটিকায় সিপিসি-২, নীলফামারী, র্যাব-১৩ এবং র্যাব-১, উত্তরা ঢাকা ব্যাটালিয়ন সদর কোম্পানী কর্তৃক ডিএমপি ঢাকা দক্ষিণখান থানাধীন মধ্য আজমপুরস্থ মুন্সি মার্কেট এলাকার হাজী সাইফুউদ্দিন রোডের ভাই ভাই ফ্যাশন ওয়্যার নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ শুভ ইসলাম (২১), গ্রেফতার করতঃ নাবালিকা ভিকটিম কে উদ্ধার করতে সক্ষম হয়।
ভিকটিমসহ ধৃত আসামীকে নীলফামারী জেলার জলঢাকা থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।
ভিকটিমসহ ধৃত আসামীকে নীলফামারী জেলার জলঢাকা থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।