সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামক এক ব্যক্তি মারা গেছেন। আনোয়ার হোসেন ছাতক পৌর সভার নোয়ারাই-সিমেন্ট কারখানার মসজিদ টিলা এলাকার শফিকুল ইসলাম ঢালাই মিয়ার পুত্র।
গতকাল রবিবার রাত আনুমানিক ১০টার দিকে ছাতক গোবিন্দগঞ্জ সড়কের সুলেমান কমিউনিটি সেন্টার এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষ ঘটলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আনোয়ার হোসেনের।
জানা যায়, সুলেমান কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে মোটরসাইকেলে থাকা আনোয়ার হোসেন ও সাথে থাকা আরও একজন গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।