
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। টিউবওয়েলে পানি উঠা বন্ধ হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় কিছু কিছু এলাকায় সেচ প্রকল্পগুলোতে ও পানি উঠা বন্ধ হয়ে গেছে। পানির অভাবে গবাদিপশু পালন ও সংসারের কাজকর্মও বাধাগ্রস্ত হচ্ছে।
বুড়িচং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানির স্তর নিচে নামার কারণে হ্যান্ড টিউবওয়েল পানি উঠছে না। উপজেলা ৯টি ইউনিয়নের মধ্যে বিভিন্ন গ্রামে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। গত মার্চ মাস থেকেই পানি ওঠা কমে যায়। আর এপ্রিলের শুরু থেকে এই সমস্যা তীব্র হতে শুরু করেছে। পানির সংকটের কারণে সামর্থ্যবান অনেকেই বাড়িতে মোটর বসিয়ে নিচ্ছেন।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। অনেকে টিউবওয়েলের সঙ্গে মোটর বসিয়েছেন। তবে সেখানেও পানির দেখা মিলছে না।
ভবানীপুর গ্রামের মোঃ মফিজুল ইসলাম বলেন, গত দেড় মাস ধরে পানির সমস্যা। তাই পানির জন্য এখন নতুন আরেকটি টিউবওয়েল বসিয়েছি। তাতেও সামান্য পানি দিচ্ছে। অধিকাংশ টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। পানির সংকটের কারণে সংসারের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। গ্রামের অধিকাংশ মানুষ মাঠের সেচ প্রকল্পের মেশিন থেকে পানি সংগ্রহ করছে।