বাকৃবি প্রতিনিধি: ২০২৪–২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, শনিবার (১২ এপ্রিল)। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দেশের ৯টি মূল কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রেও ছিল পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড়। পরীক্ষায় অংশ নিতে আগত শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় এগিয়ে আসে বাকৃবি ছাত্রদল। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার, নেতা মিরাজ ও শাহীন-এর নেতৃত্বে দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে স্থাপিত হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের দেয়া হয় তথ্য সেবা, ফ্রি বাইক সার্ভিস, প্রাথমিক চিকিৎসা, তৃষ্ণা নিবারণের জন্য পানি ও শরবত, পাশাপাশি বিতরণ করা হয় চকলেট ও টফি।
বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা ছাত্রদলের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। খুলনা থেকে আগত এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, “ছাত্রদলের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। রাজনীতি মানেই কেবল মিছিল-মিটিং নয়, সেবামূলক কাজই রাজনীতির প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত।”
বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার বলেন, “আমাদের ছাত্রদল একটি মেধাবী, ছাত্রবান্ধব ও জনমুখী সংগঠন। নতুন প্রজন্মের ভাবনা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা ছাত্ররাজনীতিকে যুগোপযোগী করতে কাজ করছি। শুধু রাজনৈতিক আন্দোলনেই নয়, সামাজিক ও শিক্ষাক্ষেত্রেও আমরা সক্রিয় ভূমিকা রাখতে চাই।”
উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের একটি প্রতিনিধি দল আকিফ তানজিম-এর নেতৃত্বে এ কার্যক্রমে স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান করে।
এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেন, ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী। এর মধ্যে বাকৃবি কেন্দ্রে উপস্থিত ছিলেন, ১১ হাজার ৫১১ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৮৯ শতাংশ।