নিজস্ব প্রতিবেদক,
নাটোরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ২
নাটোরের বাগাতিপাড়ায় চাঁদাবাজি, মারামারির সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মোঃ নিশাত এর বসতবাড়িতে হামলার ঘটনায় দুইজন কিশোর গ্যাং এর সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (১২ এপ্রিল) সন্ধায় নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কাপুড়িয়া ইউনিয়নে এঘটনা ঘটে।
জানা যায়, সাংবাদিক নিশাত চাঁদাবাজি, মারামারি, মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে সংবাদ প্রকাশের পরে কিছু কিশোর গ্যাং এর সদস্যরা তার বসতবাড়িতে হামলা করে ও বাড়িঘর ভাংচুর করে। বাড়িঘর ভাংচুর এর ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সাংবাদিক নিশাত ভিডিও ফুটেজ বাংলাদেশ সেনাবাহিনীকে প্রেরণ করেন।
বাড়িঘর ভাংচুর এর ভিডিও ফুটেজ দেখার পরে তৎক্ষনাৎ বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল বাগাতিপাড়া উপজেলার কাপুড়িয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর দুইজন সদস্য মোঃ উৎস ও মোঃ কাজিম মোল্লা নামে দুইজন কে হাতেনাতে আটক করে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।