ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে ১৮টি মাদক মামলার পলাতক আসামি মোঃ আলাল হোসেন কে ফুলবাড়ী পৌরসভা এলাকা থেকে আটক করেন।
আজ শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উত্তর সুজাপুর গ্রামের মৃত্যু মোতাহার হোসেন এর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ আলাল হোসেন কে আটক করে জেল হাজতে পাঠিয়ে দেন। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় ১৮টি মাদক মামলা রয়েছে।যাহার মামলা নং-০৫, তারিখ ১১.৪.২০২৫।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, দীর্ঘদিন ধরে সে মাদক বিক্রয় করে আসছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।