
মোঃ আবদুল্লাহ বিশেষ প্রতিনিধি।।
গত ১৫ বছরে খেলাধুলাকেও দলীয়করণ করেছে স্বৈরাচারী আওয়ামী লীগ বলে জানিয়েছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ।
গতকাল শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪ টায় সদর উপজেলার টুংগীবাড়িয়া ইউনিয়নে পতাং স্কুল মাঠে বিভাগীয় ক্রিকেট টুর্নামেণ্টের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।
এসময় আবু নাসের বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার দালালী না করলে জাতীয় পর্যায়ে ক্রিকেট অঙ্গনে অধিনায়কত্ব দেয়া হয়নি। এক্ষেতে যোগ্য ক্রিকেটারকেও দলীয় রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত করে বঞ্চিত করেছে। খেলাধুলাকে রাজনীতি মুক্ত রাখতে হবে। শরীর চর্চার অংশ হিসেবে খেলাধুলাকে প্রধান্য দিতে হবে, এর মাধ্যমে তরুন প্রজন্ম মাদক থেকে দূরে থাকবে।
তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ তরুণ প্রজন্মকে পড়াশুনা ও খেলাধুলা থেকে দূরে সরিয়ে পরিকল্পিতভাবে মাদকের দিকে আসক্ত হতে বাধ্য করেছিল। মুসলিম প্রধান দেশে পাঠ্যপুস্তকে অন্য ধর্মের সংস্কৃতি অন্তর্ভুক্ত করে দিয়েছে। ইসলামকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। মুসলমানদের সন্তানরা ইসলামী সংস্কৃতি জানবে আর হিন্দুরা তাদের ধর্মের ইতিহাস চর্চা করবে। কিন্ত পাঠ্যপুস্তকে বিকৃতভাবে উপস্থাপনের মধ্য দিয়ে তরুন প্রজন্মকে বিপথগামী করেছে আওয়ামী লীগ।
নাসের বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবত দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। ভোটাধীকার হরণ করে। সন্ত্রাসী, চাঁদাবাজি এমন কোন অপকর্ম নেই যে আওয়ামী লীগ করেনি। স্বৈরাচারী দলকে হটিয়ে দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে।
উন্নত রাষ্ট্রগঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া চেয়েছেন কেন্দ্রীয় নেতা আবু নাসের।
টুংগীবাড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবু সালেহ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, ৯ নং টুংগীবাড়িয়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মৃধা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, দাইয়ান ইশতী, ইলিয়াস আহমেদ, বরিশাল জেলা গণ অধিকার পরিষদের সদস্য রানা আহম্মেদ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কে এম মাইনুল, খিলগাও থানা বিএনপির ১ নং ওয়ার্ডের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নওশাদ, বরিশাল জেলা তাতীদল (দক্ষিন) এর ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, বরিশাল জেলা যুবদলের সহ-সাহিত্য প্রকাশনা সম্পাদক সরোয়ার আকন প্রমুখ।