মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর রাজপাড়া ও বোয়ালিয়া থানা এলাকায় গত (৫ আগস্ট ২০২৪) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও যুবলীগের নেতা-সহ ১৫জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলো: মোঃ নাঈমুল ইসলাম নাঈম (৩০), তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার মৃত আবু তাহেরের ছেলে এবং রাজশাহী কলেজ ও রাজশাহী সিটি কলেজের সাবেক সাধারণ সম্পাদক, মোঃ সিয়াম আলী (৩৪), তিনি একই এলাকার মোঃ মঞ্জুর আলীর ছেলে এবং রাজশাহী সিটি কলেজ শাখার ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি, এস কে এন আরকান উদ্দিন বাপ্পি (৪৯), তিনি আরকান উদ্দিন একই থানার কুমারপাড়া এলাকার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে এবং মহানগর যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনার সাবেক সম্পাদক, মোঃ চঞ্চল (৩২), তিনি রামচন্দ্রপুর এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে এবং মহানগর ২৪ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগর সাবেক প্রচার সম্পাদক, মোঃ সাকিব হাবিব (৪৯), তিনি সাকিব রাজপাড়া থানার লক্ষীপুর গ্রেটার রোড এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি, আওয়ামীলীগ কর্মী মোঃ তানভীর হাসান সজীব (৩২), তিনি রাজারহাতা এলাকার মৃত আবু খায়েরের ছেলে ও মোঃ শফিকুর রহমান নবেল (৩৫), তিনি হেতেমখাঁ সবজীপাড়া এলাকার মৃত আকবর হোসেন ওরফে আকবরের ছেলে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐ ও অন্যান্য অপরাধের অভিযোগে ৭ জন গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও থানা পুলিশের অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ৫ জন। শুক্রবার গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।