কে এম সোহেব জুয়েল ঃ দেশের উন্নয়ন সহ সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের পালাবদল মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল - ১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীর্ষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
৩ এপ্রিল বৃহস্পতিবার আগৈলঝাড়ার বাশাইলে নিজ মাতৃ ভূমিতে ঈদ পূনর্মিলনি অনুষ্ঠানে আমন্ত্রিত তার নির্বচনি এলাকা গৌরনদী - আগৈলঝাড়া থেকে আগত বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতৃবৃন্দ সহ সাধারণ সচেতন মহল ও সুশিল সমাজের লোকজন তার সৌহার্দ্য পু:র্ন আচরণ বাচন ভঙ্গি, দয়াশিলতা, বিচক্ষণতা, দানশীলতাকে দেখে তাকে মহা মানব বলে আক্ষায়িত করে বলেন, আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের বিকল্প গৌরনদী - আগৈলঝাড়ায় অন্য কিছু চিন্তা করা যাবেনা, তারা বেশি কিছু ভাবতে চাননা, তারা উন্নয়ন মানেই ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে ভাবছেন।
তাই বিএনপির হাই কমান্ড সব দিক বিবেচনা করে তাকে (সোবহানকে) বরিশাল -১ আসন থেকে মনোনয়ন দিলে সাধারণ মানুষের কষ্ট দুর্দশা লাঘব ও রাস্তা ঘাটের উন্নয়ন সহ সকল প্রকার সুযোগ সুবিধা পাবে বলে এমনি বিশ্বাস করেন ঈদ পূনর্মলনি অনুষ্টানে আমন্ত্রিত কয়েক শতাধিক মানুষ সহ স্হানীয় লোকজন।