নিজস্ব প্রতিবেদক,
গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ার চর গ্রামের ঐতিহ্যবাহি হাওলাদার বাড়ির সরিকল ইউনিয়ন ছাত্রদল নেতা তানবীর হোসেনের পিতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুরেআলম হাওলাদার ৬০ বুধবার ৯ এপ্রিল বিকেল, ৫ টায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক জনিত কারনে চিকিৎসা রত অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ----- রাজেউন।
মৃত্যুকালে স্ত্রী ১ পুত্র দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও ভক্ত বৃন্দ রেখে গেছেন। মরহুমের অকাল মৃত্যুত শোকায়িত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল -,১ আসন থেকে নবম জাতীয় সাংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শিষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
মরহুমের জানাজা নামাজ ১০ এপ্রিল বৃহস্পতিবার তার মিয়ারচরের নিজ গ্রামের দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মরহুমের লাশ নিজ পারিবারিক কবর স্হানে দাফন করা হয়।